8.9 C
New York
Friday, August 8, 2025
No menu items!
Homeশীর্ষ সংবাদবিএনপি নেতা রহিম নেওয়াজের ছোট ভাইয়ের ইন্তেকাল

বিএনপি নেতা রহিম নেওয়াজের ছোট ভাইয়ের ইন্তেকাল

প্রান্তজন রিপোর্ট: নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ এর ছোট ভাই শামসুদ্দিন আকুল ইন্তেকাল করেছেন। গত সোমবার নাটোর আধুনিক সদর হাসপাতাল হতে রাজশাহী মেডিকলেজে চিকিৎসা নিতে যাওয়ার পথে সন্ধ্যা ৬-৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন ছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা এড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় পণ্ডিতগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাজার নামাজে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি গোলাম মোর্শেদ, নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক মেয়র এমদাদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী শুক্রবার নিজ বাসভবনে শামসুদ্দিন আকুল এর কুলখানি অনুষ্ঠিত হবে।

- Advertisment -

Most Popular

Recent Comments