8.9 C
New York
Friday, August 8, 2025
No menu items!
Homeজেলার খবরকালিয়াকৈরে সাংবাদিককে হাত ভেঙে গাড়িসহ আগুনে জ্বালিয়ে দেয়ার হুমকি

কালিয়াকৈরে সাংবাদিককে হাত ভেঙে গাড়িসহ আগুনে জ্বালিয়ে দেয়ার হুমকি

নিউজ ডেস্কঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকার বাসিন্দা কলিম উদ্দিনের ছেলে বিপ্লব হোসেন স্থানীয় এক সাংবাদিককে হাত ভেঙে গাড়িসহ আগুনে জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়েছে বলে জানা যায়। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান নিরাপত্তা চেয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

 

সাংবাদিক আশিকুর রহমানের দেয়া অভিযোগে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের আষাড়িয়াবাড়ী এলাকায় একটি ইট ভাটায় প্রতিবন্ধকতা সৃষ্টি, চাঁদা দাবি,  রাস্তা আটকে দেয়াসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিলেন বিপ্লব। এসব ঘটনায় সাংবাদিক আশিকুর রহমানকে ব্যবহার করার জন্য একাধিকবার বিভিন্ন প্রলোভন দেখান অভিযুক্ত বিপ্লব। তবে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গ্রাম্য সিদ্ধান্তের পক্ষে থাকায় সাংবাদিক পরিবারের উপর ক্ষুব্ধ হন কথিত ওই নেতা৷ এ ঘটনার জেরে গত বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সফিপুর – বড়ইবাড়ী সড়কের বাশতলী এলাকায় এসে আশিকুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান তুরাগ এন্টারপ্রাইজের সামনে গিয়ে তার বাবাকে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালাগাল করে প্রাণনাশের হুমকি দেয়। এর কিছুক্ষণ পর আশিকুর রহমান পেশাগত কাজ শেষে নিজ প্রাইভেটকারে বাড়ি ফেরার পথে অভিযুক্ত বিপ্লবের সাথে দেখা হলে সে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে।  এক পর্যায়ে সাংবাদিক আশিকুর রহমানের দুই হাত ভেঙে দেয়া ও তার গাড়ি আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি দেয় অভিযুক্ত নেতা বিপ্লব।

 

অভিযোগ রয়েছে আওয়ামী লীগের সময়ে দলের নেতাদের পকেট ভারি করে এলাকায় আধিপত্য বিস্তার করে মাটির ব্যবসাসহ অবৈধ কাজে জড়িত ছিলেন বিপ্লব। তবে গত ৫ আগস্টের পর হঠাৎ খোলস পাল্টে বিএনপির বড় নেতা পরিচয়ে এলাকায় চলাচলের সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, অবৈধ ভাবে নদীর মাটি কেটে বিক্রি। পুকুর খননসহ ব্যবসা প্রতিষ্ঠানে বাধাসৃষ্টিসহ নানা ধরণের কর্মকান্ড চালাচ্ছেন।

এ ব্যাপারে অভিযুক্ত বিপ্লবের মুঠোফোনে কল করলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন। আমি এসব কিছু করিনি। কিসের অভিযোগ আমাকে অভিযোগের কপি পাঠান।

এদিকে আশিকুর রহমানকে দেয়া হুমকির খবরে তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় প্রেসক্লাবসহ সকল সাংবাদিকবৃন্দ।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জোবায়ের আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান।

উল্লেখ্য, সাংবাদিক আশিকুর রহমান স্থানীয় গণমাধ্যম বার্তা২৪.কম এর গাজীপুর জেলা প্রতিনিধি ও কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক পদে নিযুক্ত রয়েছেন।

- Advertisment -

Most Popular

Recent Comments