8.9 C
New York
Friday, August 8, 2025
No menu items!
HomeUncategorizedবড়াইগ্রামে সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

বড়াইগ্রামে সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যাল সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বনপাড়া পৌর শহরের রশিদ ডিলারের মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক সহকারী শিক্ষকের প্রতিনিধিত্বকারী এই সংগঠটিতে সংস্কারের দাবী উঠায় পূর্বের ওই কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত শিক্ষকদের প্রত্যক্ষ সমর্থনে  কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলফুর রহমান প্রামানিককে আহ্বায়ক, ধানাইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সেলিম হোসেনকে সদস্য সচিব ও দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ শারমিন সুলতানা প্রিয়াকে কোষাধ্যক্ষ করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, আর কোন শিক্ষককে লাঞ্চিত হতে দেওয়া হবে না। কোন শিক্ষক যেন হয়রানির স্বীকার না হয় সেদিকে সবার সজাগ দৃষ্টি থাকতে হবে। সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষকদের উন্নয়নে কাজ করতে হবে।

এ বিষয়ে অবগত হয়ে উপজেলা শিক্ষা অফিসার এসএম মিজানুর রহমান অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষকদের যৌক্তিক এবং মৌলিক স্বার্থ রক্ষায় এই কমিটি আগামীতে শিক্ষা প্রশাসনের সাথে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।**

- Advertisment -

Most Popular

Recent Comments