প্রান্তজন রিপোর্ট: “রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ” “কর্তপক্ষের সকল দ্বার খুলে দিবে তথ্য অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে জেলা পর্যায়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উলক্ষে তথ্য মেলা শুরু হয়েছে। শনিবার নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্পের আওতায় নাটোর সদর উপজেলার পন্ডিত গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।
ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। পন্ডিতগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, জেলা তথ্য অফিসার আব্দুল আউয়াল, সহকারী জেলা তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ, এনজিও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাথী এনজিওর নির্বাহী পরিচালক শিবলি সাদিক, বিটিভির নাটোর প্রতিবিধি ও ঢাকা টাইমস এর নাটোর প্রতিদিন মোঃ জালাল উদ্দিন, ডাসকো ফাউন্ডেশনের ট্রেনিং এন্ড এ্যাডভোকেসি অফিসার মাকসুদা খানম ও ডাসকো ফাউন্ডেশন’র এফএফ সুনীল কুমার রায়সহ গণমাধ্যমকর্মী এবং নাটোর জেলা ইউনিউটের এফ এফ বৃন্দ। এছাড়াও মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মেলায় ১০ স্টল স্থান পায়।