8.9 C
New York
Friday, August 8, 2025
No menu items!
Homeজেলার খবরবড়াইগ্রামে ৩ গুণি শিক্ষককে সম্বর্ধনা

বড়াইগ্রামে ৩ গুণি শিক্ষককে সম্বর্ধনা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় বিশ^ শিক্ষক দিবস পালন করা হয়েছে। এসময় উপজেলার কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে তিন গুণি শিক্ষককে সম্বর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের সমন্বয়ে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী রবিউল আলম প্রমুখ। পরে পূর্বে নির্বাচিত কলেজ পর্যায়ের গুনি শিক্ষক শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোপাল মিত্র, মাধ্যমিক পর্যায়ে সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শিবদাস সান্যাল ও প্রাথমিক পর্যায়ে বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেওয়া হয়।**

- Advertisment -

Most Popular

Recent Comments