8.9 C
New York
Friday, August 8, 2025
No menu items!
Homeকৃষিবড়াইগ্রামে কৃষি প্রনোদণা বিতরণ

বড়াইগ্রামে কৃষি প্রনোদণা বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রামে খরিপ-২০২৪-২৫ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান, পাট বীজ ও গ্রীষ্মকালীন পেয়াজ ফসল এর উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ৫ হাজার নয়শত ৯০ জন প্রান্তিক চাষীর মাঝে ওই প্রনোদনা বিতরণ করা হয়।
বড়াইগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা। প্রধান অতিথি হিসেবেকৃষকের হাতে প্রনোদনা উপকরণ তুলে দেন স্থাণীয় সংষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান (আতা), চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), বড়াইগ্রাম উপজেলা পরিষদ, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক,বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজন।

 

- Advertisment -

Most Popular

Recent Comments