8.9 C
New York
Friday, August 8, 2025
No menu items!
Homeজেলার খবরসিংড়ায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত পাশা

সিংড়ায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত পাশা

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন পাশা।
সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হয়।
এর আগে গত রোববার (২১ এপ্রিল) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখের কাছে এসে অপর প্রার্থী লুৎফুর হাবীব রুবেলের পক্ষে তাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান. মিনহাজ উদ্দিন প্রত্যাহারপত্র জমা দেন।
গত ৩ এপ্রিল শেরকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে লুৎফুর হাবীব রুবেল পদত্যাগ করে ৮ এপ্রিল উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন।
জানা গেছে, এ উপজেলা চেয়ারম্যান পদে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুর হাবীব রুবেল এবং কলম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন পাশা মনোনয়নপত্র দাখিল করেন। পরবর্তীতে লুৎফুর হাবীব রুবেল তার মনোনয়নপত্রটি প্রত্যাহার করেন। ফলে দেলোয়ার হোসেন একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
এর আগে প্রতিমন্ত্রী পলকের শ্যালকের লোকজন দ্বারা অপহরণের শিকার হন পাশা। সে এখনো রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন।

- Advertisment -

Most Popular

Recent Comments