প্রান্তজন রিপোর্ট : এক শতাংশ ভোটারের ত্রুটিপুর্ণ স্বাক্ষর, ঋণ খেলাপি, তথ্য গোপন, রিটার্ন দাখিল না করা, বিদ্যুৎ বিল পরিশোধ না করাসহ নানা কারণে নাটোরের ৪টি আসনে দাখিলকৃত ৪৩ জন প্রার্থীর মধ্যে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
সোমবার (০৪ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আবু নাছের ভূঁঞা স্বাক্ষরিত প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এরআগে সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল প্রার্থী, সমর্থকদের উপস্থিতে চারটি আসনের দাখিলকৃত পত্রের যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। এসময় জেলা নির্বাচন অফিসার, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সহকারী রির্টানিং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী গ্রাম পুলিশ এসকেন আলী, এস এম হুমায়ন কবির, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল (অব.) মো. রমজান আলী সরকার, জাসদ (ইনু) মো. মোয়াজ্জেম হোসেন ও স্বতন্ত্র প্রার্থী সায়েদুল হক। এরমধ্যে এক শতাংশ ভোটারের স্বাক্ষর দাখিল না করায় স্বতন্ত্র প্রার্থী গ্রাম পুলিশ এসকেন আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়, ভোটার স্বাক্ষর জাল করাসহ ২০১৮ সালের একটি মামলার তথ্য সংযুক্ত না করায় এস এম হুমায়ন কবির, ঋণ খেলাপির অভিযোগে জাসদ (ইনু) মো. মোয়াজ্জেম হোসেন ও স্বতন্ত্র প্রার্থী সায়েদুল হক, মনোনয়নপত্রে মৃত ভোটারের স্বাক্ষর দেয়ায় কর্নেল (অব.) মো. রমজান আলী সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে (লালপুর ও বাগাতিপাড়া) নয়জন বৈধ প্রার্থীর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মোঃ শহিদুল ইসলাম বকুল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মোঃ ইব্রাহিম খলিল, জাতীয় পার্টির মোঃ আশিক হোসেন, জাসদ (ইনু)’র মোঃ জামাল উদ্দিন ফারুক, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোঃ লিয়াকত আলী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক সংসদ সদস্য এডভোকেট মোঃ আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায় এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর।
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে কোরবান আলী নামে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কারন তার মনোনয়নপত্রে ভোটারের স্বাক্ষর জাল ছিল। এ আসনে (নাটোর সদর ও নলডাঙ্গা) পাঁচ বৈধ প্রার্থীর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের শফিকুল ইসলাম শিমুল, জাতীয় পার্টির ড. মোঃ নুরন্নবী মৃধা, জাসদ’র মোঃ শরিফুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস’র মোহাম্মদ বজলুর রশিদ এবং স্বতন্ত্র জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
নাটোর-৩ (সিংড়া) আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এরমধ্যে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আনিসুর রহমান, ভোটার তালিকায় মিল না থাকায় বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী রুস্তম আলী, মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, ভোটারের স্বাক্ষর জাল ও মনোনয়ন পত্রের ২০ ও ২১ নং নির্দেশনা পূরন না করায় স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা শামসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে অপর আট বৈধ প্রার্থীর তালিকায় রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তৃণমূল বিএনপি’র মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মোঃ মিজানুর রহমান মিজান, জাকের পার্টির মোছাঃ রাকিবা হক, বাংলাদেশ তরীকত ফেডারেশনের মোঃ আলতাফ হোসেন, বিকল্প ধারা বাংলাদেশ’র মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ কংগ্রেস’র মোঃ আমিরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও পদত্যাগকারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম।
নাটোর-৪ (গুরুদাপুর-বড়াইগ্রাম) আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরমধ্যে সমর্থন যাচাইয়ের ভোটার তালিকায় নাম না থাকায় স্বতন্ত্র প্রার্থী সুজন আহমেদ ও আয়কর রিটার্নিং জমা না দেয়ায় জেপি পার্টির এস এম সেলিম রেজার মনোনয়ন বাতিল করা হয়।
এ আসনে (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) নয়জন বৈধ প্রার্থীর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জাতীয় পার্টির মোঃ আলাউদ্দিন মৃধা, তৃণমূল বিএনপি’র আব্দুল খালেক সরকার, জাকের পার্টির মোঃ রবিউল করিম, বাংলাদেশ কংগ্রেস’র শান্তি রিবারু, বিএনএম’র গাজী আবু সায়েম রতন এবং স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এবং মোছাঃ জাহানারা বেগম।
নাটোর জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা এ তথ্য নিশ্চিত করে জানান, জেলার চারটি আসনে মোট ৪৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আজ সোমবার ধার্য্যকৃত দিনে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে বিভিন্ন কারনে ১২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। আর ৩১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তিনি বলেন, অবৈধ ঘোষিত প্রার্থীরা বিধি অনুযায়ী প্রার্থীতা ফিরে পেতে সংশ্লিষ্ট আপীল কর্তৃপক্ষের নিকট আবেদন করতে পারবেন। এছাড়া সুষ্ঠু ও সঠিক এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসন থেকে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।