8.9 C
New York
Friday, August 8, 2025
No menu items!
Homeশীর্ষ সংবাদনাটোরে নৌকার ভোট চেয়ে সাবেক প্রতিমন্ত্রীর মোটরসাইকেল শোভাযাত্রা

নাটোরে নৌকার ভোট চেয়ে সাবেক প্রতিমন্ত্রীর মোটরসাইকেল শোভাযাত্রা

প্রান্তজন রিপোর্ট: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রা তুলে ধরে নৌকার বিজয় সুনিশ্চিত করতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আহাদ আলী সরকার মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। মঙ্গলবার সকাল ১১ টায় নাটোর হেলিপ্যাড মাঠ হতে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করেন। শোভাযাত্রাটি শহরের মাদ্রাসা মোড় হয়ে নাটোর শহরের মধ্য দিয়ে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় হেলিপ্যাড মাঠে এসে শেষ হয় । এ সময় নেতাকর্মীরা দেশের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং জননেত্রী শেখ হাসিনার নাসে স্লোগান দিতে থাকেন।
শোভাযাত্রার শুরুতে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, বিদেশি অপশক্তি যতই ষড়যন্ত্র করুক আমরা কোন ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না।সংবিধান অনুযায়ী যথা সময়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা জননেত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করুন, নৌকার বিজয় সুনিশ্চিত করতে কাজ করুন। আমরা শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর যাকে যোগ্য মনে করে মনোনয়ন দেবে আমরা তার পক্ষে কাজ করব ।
উল্লেখ্য, নাটোর জেলা আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আহাদ আলী সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে রাজনীতিতে পা রাখেন। তিনি ১৯৭৬ ও ১৯৮১ দুই মেয়াদে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,১৯৮৫ ও ১৯৯০ দুই মেয়াদে নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ২০০৮ সালে আওয়ামী লীগ হতে মনোনয়ন পেয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে গঠিত আওয়ামী লীগ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। তিনি ১৯৯৬ সালে ২০০৬ সাল পর্যন্ত বৃহত্তর নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে। তিনি ২০১১ সাল হতে ২০১৪ সাল পর্যন্ত নাটোর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে। ২০১৪ সাল হতে অদ্যবধি তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

- Advertisment -

Most Popular

Recent Comments