গোলাম রাব্বানী, স্টাফ রিপোর্টার
নাটোর-২(সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুল ৫ হাজার গাছের চারা বিতরণ করেছেন।
সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার একডালা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন সুবিধা ভোগীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন তিনি।
পরে তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী’র বর্তমান সরকারের আমলে যেই সুযোগ-সুবিধা সাধারণ মানুষেরা পাচ্ছেন তা অন্য কোনো সরকারের আমলে পাওয়া যায়নি। তাদের (বিএনপির) আমলে তাদের নেতারা লুটপাট করে খেয়েছে। এমনকি সাধারণ মানুষের জন্য আসা সরকারি টিন তারা আত্মসাৎ করেছে।
শিমুল বলেন, ১৪ সালের আগে নাটোরে যেই অগ্নি সন্ত্রাস হয়েছে, নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে, চলন্ত গাড়িতে আগুন লাগিয়ে মানুষকে জ্বালিয়ে দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দেওয়ার পর দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে নাটোর থেকে চিরতরে ‘বাংলা ভাই’ দূর করেছি, চিরতরে নাটোরের সন্ত্রাস দূর করেছি। বর্তমানে নাটোর শান্তির জনপদে রুপান্তরিত হয়েছে। নাটোরে গুলির শব্দ, বোমের শব্দ নেই, ছিনতাইয়ের ঘটনাও নেই, কোনো চাঁদাবাজিও নেই। সাধারণ মানুষ নির্বিঘ্নে বসবাস করছে।
এমপি শিমুল আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন ষড়যন্ত্রকারীরা দেশের বাহিরে পারি জমিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে ধরনা ধরছে। অর্থ খরচ করছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য। তিনি বলেন, এগুলো করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যাবেনা। বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে নির্ধারণ করবে কে ক্ষমতায় আসবে।
তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর আলী প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য দিলীপ কুমার দাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহিল সাকিব বাকি, জেলা পরিষদ সদস্য লাভলী ইয়াসমিন প্রমুখ।