স্টাফ রিপোর্টার-

নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিকালে বাগাতিপাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বকুল এমপি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক ইউনুস আলী ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল ওয়াহাব সহ অন্যরা।

এমপি শহিদুল ইসলাম বকুল বলেন, আজকের জন সমুদ্র প্রমাণ করে জনগন বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায়। সেই কারণেই আগামী নির্বাচনে সবাইকে নৌকার পক্ষ নিয়ে বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ডের দাঁত ভাঙ্গা জবাব দেয়ার আহবান জানান সাবেক এই ছাত্রনেতা।