গোলাম রাব্বানী, স্টাফ রিপোর্টার —

নাটোরে ক্লাসরুমে সহপাঠীর ছুরিকাঘাতে আলিফ(১৪)নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।বুধবার(২৭ সেপ্টেম্বর) দুপুরে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এঘটনা ঘটে। 

বিদ্যালয় সুত্রে জানা গেছে, দুপুর পৌনে ১২ টার দিকে প্রভাতি শিপটের ৭ম শ্রেণীর ক শাখায় পাঠদানের সময় থাকলেও শিক্ষক না থাকার সুযোগে ওই শ্রেনীর শিক্ষার্থী আলিফ ও নিরবে এর মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে নিরব তার কাছে থাকা ছুরি দিয়ে আলিফকে আঘাত করে। ক্লাসের অন্য শিক্ষার্থীরা সেসময় নিরবকে আটকানোর চেস্টা করেও ব্যর্থ হয়।

নিরবের ছুরিকাঘাতে আলিফের পায়ে ও গলার নিচে ক্ষত হয়। পরে অন্য শিক্ষার্থীরা বিষয়টি শিক্ষকদের অবগত করলে তারা আলিফকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বিদ্যালয়ে নিয়ে আসে। দুপুরে ওই শিক্ষার্থীকে তার পরিবারের কাছে হাস্তান্তর করা হয়।

আহত আলিফের পিতা শাকিল আহমেদ বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন ব্যবস্থা না নিলে আমি আইনগত পদক্ষেপ গ্রহন করবো।

 

নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবু হানিফ প্রান্তজন’কে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পরপরই দুই পক্ষের অভিভাবকদের সাথে বসা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২-৩ দিনের ভেতর অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ প্রআন্তজ’কে বলেন, খবরটি পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে (বালক উচ্চ বিদ্যালয়) গিয়েছি। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষকরা দেখছেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানান তিনি।

নাটোর সরকারি বালক বিদ্যালয়ের সভাপতি নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে কিছু অবহিত করেনি। গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।