গোলাম রাব্বানী, স্টাফ রিপোর্টার—
নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুল বলেছেন, নাটোর এখন শান্তির নগরী। এই নাটোরকে যদি কেউ অশান্ত করার চেষ্টা করে, বিএনপি-জামায়াতের ভাইয়েরা এখান থেকে আজকে যারা আমার কথা শুনছেন— কেউ যদি নাশকতা, কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করার কথা চিন্তাও করেন যদি আমি জানতে পারি কোনো মানুষের ক্ষতিসাধন করেছেন, আগুন সন্ত্রাস করেছেন, গাড়িঘোড়া পুড়িয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়েছেন, সরকারি ভবনে আগুন দিয়েছেন এটা যদি আমি জানতে পাই- দেখতে পাই এমনকি ভিডিও ফুটেজ পাই তার বাড়ি গ্রামে হোক- শহরে হোক সেই বাড়ি আমি সারাজীবনের মনে সিলগালা করে দিবো। ঐ বাড়ির মানুষ নাটোরে বসবাস করতে পারবে না।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শিমুল।
শিমুল বলেন, নাটোর মানুষ শান্তি প্রিয় । এই শান্তি অব্যাহত রাখার জন্য আমি শিমুলের যা যা করা প্রয়োজন তাই তাই করব। তিনি বলেন, নাটোরের মানুষ চায় না এই মাটিতে আর বাংলা ভাই তৈরি হোক, জঙ্গিবাদ অধিষ্ঠিত হোক, সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত হোক।
শিমুল আরও বলেন, বিএনপি নির্বাচন আসলে ষড়যন্ত্র শুরু করে। আজকে তারা সাধারণ মানুষের মন জয় করতে না পেরে বিদেশি শক্তির কাছে ধরনা ধরেছে। তারা বিদেশি শক্তির কাছে দেশ বিক্রি করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু এটা সম্ভব না। তিনি বলেন, আগামীতে কে ক্ষমতায় যাবে সেটা নির্ধারণ করবে বাংলার জনগণ।
শোকসভায় তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর আলী প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য দিলীপ কুমার দাস, জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আযম স্বপন, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম প্রমূখ।