8.9 C
New York
Friday, August 8, 2025
No menu items!
Homeশীর্ষ সংবাদনাটোরে এসডিজি বাস্তবায়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা

নাটোরে এসডিজি বাস্তবায়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা

প্রান্তজন রিপোর্ট: নাটোরে এসডিজি বাস্তবায়নে নাটোর জেলার শিক্ষক শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট শনিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন মুখ্য সমন্বয়ক এসডিজি প্রধানমন্ত্রীর কার্যালয় আখতার হোসেন, নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম, শিক্ষা অফিসার শাহাদুজ্জামানসহ অন্যন্য কর্মকর্তারা। এ সময় বক্তারা বলেন, এসডিজি বাস্তবায়নে সবাইকে সমানভাবে কাজ করতে হবে। যেকোনো উন্নয়ন করতে হলে সবার সম্পৃক্ততা থাকতে হবে। আজকে উন্নয়ন করতে হলে টেকসই উন্নয়ন ছাড়া কোন বিকল্প নেই। বিগত ৫০ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ অসীম পার্থক্য। বর্তমান সরকারের অধীনে আজ বাংলাদেশ অন্যান্য দেশের কাছে মডেল হিসেবে পরিচিত হয়েছে।

- Advertisment -

Most Popular

Recent Comments