গোলাম রাব্বানী, স্টাফ রিপোর্টার

 

চলতি বছরে এডিস মশার প্রভাবে দেশজুড়ে ডেঙ্গুর বিস্তার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, অন্যকে সচেতন করুন’ স্লোগানে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরুণ সদস্যরা।

 

রবিবার (১৩আগস্ট) নাটোর পৌর এলাকার ঝাউতলা বস্তিতে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম চালায় তারা। এ সময় জমে থাকা, আবদ্ধ পাত্রে থাকা (মশার প্রজনন হতে পারে) পানি পরিষ্কার কার্যক্রম ও মশা নিধন কীটনাশক স্প্রে করে তারা। এসময় জনসচেতনতা তৈরির লক্ষ্যে আবাসস্থলের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ ও উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এস আর আই ফাউন্ডেশনের সদস্যরা

শেখ রিফাদ মাহমুদ’র নেতৃত্বে উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন’র সদস্য নাহিদ আহমেদ, গোলাম রাব্বানী, আকাশ কাইফ, ফারহান ইশরাক , জিসান আহমেদ সহ অন্যান্যরা।

 

উক্ত কর্মসূচির উদ্যোক্তা ও এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ জানান, নাটোরে ডেঙ্গু জ্বর বিষয়ক সচেতনতা তৈরিতে মাসব্যাপী কাজ করছেন তারা। সমাজের পিছিয়ে পড়া মানুষদের মাঝে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে বাড়ি, বাড়ির আঙিনা এবং আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষকে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বার্তা সাধারণ মানুষের মাঝে পোঁছে দিচ্ছেন তারা।

 

বিশেষ করে গ্রামের প্রত্যন্ত অঞ্চল,আশ্রয়ন প্রকল্প, বস্তি এলাকার মানুষদের মাঝে ডেঙ্গু সচেতনতা তৈরি ও তাদের এই রোগের সংক্রমন থেকে প্রতিকারের লক্ষ্যে কাজ করছেন বলে জানান তিনি।

 

উল্লেখ্য, মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে এর আগে নাটোর জেলার বেশ কয়েকটি স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন।