প্রান্তজন রিপোর্ট: গত ১২ আগস্ট শনিবার নাটোরে জননেতা এড. হানিফ আলী শেখ এর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, নাটোর হতে প্রকাশিত দৈনিক উত্তরবঙ্গ বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক-প্রকাশক জননেতা এড. হানিফ আলী শেখ এর দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ছোট ভাই নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. এম মালেক এর উদ্যোগে দিঘাপতিয়া বালিকা শিশু সদনের শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়। খাবার পরিবেশনকালে উপস্থিত ছিলেন, নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত মহিলা আসনের এমপি রত্না আহমেদ, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সিরাজুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, নাটোর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ সুধীজন। এছাড়া তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারতসহ দৈনিক উত্তরবঙ্গ বার্তা কার্যালয়ে এবং সদর উপজেলার ছাতনীতে কোরানখানিসহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এডভোকেট হানিফ আলী শেখ নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে নাটোরে আওয়ামী লীগকে বিশেষভাবে সুসংগঠিত করেছিলেন। ফলে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ নাটোরের সুধীজনের কাছে তিনি বিশেষ জনপ্রিয় ছিলেন। তার স্মৃতি এখনো নেতাকর্মীদের আবেগ আপ্লুত করে। প্রখ্যাত আইনজীবী হিসেবেও তার সুখ্যাতি ছিল তিনি নাটোর জেলা জজ কোর্টে প্রথম সারির আইনজীবী ছিলেন। তিনি দৈনিক উত্তরবঙ্গবার্তা প্রতিষ্ঠার মাধ্যমে নাটোরে স্থানীয় সংবাদপত্রের পথিকৃত হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। নাটোর প্রেসক্লাবের সভাপতি হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া এডভোকেট হানিফ আলী শেখ ছোটগল্পকার ও নাট্য ব্যক্তিত্ব ছিলেন। তার প্রতিষ্ঠিত ইংগিত থিয়েটার বর্তমানে নাটোরের সাংস্কৃতিক অঙ্গণে অগ্রগণ্য ভূমিকা পালন করছে।
উল্লেখ্য নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হানিফ আলী শেখ এর মৃত্যুবার্ষিকীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ কোন কর্মসূচী গ্রহণের তথ্য জানা যায়নি।