• গোলাম রাব্বানী, স্টাফ রিপোর্টার

দ্য কমনওয়েলথ কর্তৃক পরিচালিত সংগঠন কমনওয়েলথ স্টুডেন্ট’স এসোসিয়েশন’র গুরুত্বপূর্ণ পদ এডুকেশন এন্ড স্টুডেন্ট রিলেশন অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন নাটোরের তরুণ শেখ রিফাদ মাহমুদ। গত মঙ্গলবার (১আগস্ট) কমনওয়েলথ স্টুডেন্ট’স এসোসিয়েশন’র ভার্চুয়াল সভায় তাঁকে এ দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়।

কমনওয়েলথ স্টুডেন্ট’স এসোসিয়েশন কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগের প্রচার, উচ্চ শিক্ষার হার বাড়াতে এবং শিক্ষার্থীরা যাতে নিরাপদ ও সহায়ক পরিবেশে পড়াশোনা করতে পারে তা নিশ্চিত করতে সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কাজ করেছে। এর মধ্যে আন্তর্জাতিক ছাত্রদের সমর্থন করে এমন নীতির জন্য এডভোকেসি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন উন্নত ভিসা প্রক্রিয়া এবং আর্থিক সহায়তা কর্মসূচি।

শেখ রিফাদ মাহমুদ জানান, কমনওয়েলথ স্টুডেন্ট’স এসোসিয়েশন কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের ১.২বিলিয়ন শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে। কমনওয়েলথ স্টুডেন্ট’স এসোসিয়েশনে তিনি শিক্ষা-সম্পর্কিত নীতি এবং সমস্যাগুলো গবেষণা এবং বিশ্লেষণ, নীতিনির্ধারকদের প্রভাবিত করতে ছাত্র-কেন্দ্রিক নীতি ও সংস্কারের পক্ষে সমর্থন করার জন্য সংক্ষিপ্ত বিবরণ, কাগজপত্র তৈরি করণ এবং অ্যাডভোকেসি প্রচারাভিযান তৈরিকরণ নিয়ে কাজ করছেন।

এছাড়াও সংহতি এবং সমর্থন বার্তা, প্রতিবাদ, শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর আচরণের মতো সংকটের প্রতিক্রিয়ায় বিবৃতি (প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ ইত্যাদি), সদস্য রাষ্ট্র বা প্রাসঙ্গিক আন্তর্জাতিক সংস্থার কর্মের উপর মন্তব্য ইত্যাদি বিষয় নিয়েও কাজ করছেন তিনি।

এ বছর দ্য কমনওয়েলথ’র সম্মানজনক দ্য কুইন’স কমনওয়েলথ এসে (রচনা) কম্পিটিশন ২০২৩-এর বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন শেখ রিফাদ মাহমুদ। রয়্যাল কমনওয়েলথ সোসাইটির আয়োজনে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের ১৮ বছরের কম বয়সীদের জন্য প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে। দ্য কুইন’স কমনওয়েলথ এসে (রচনা) কম্পিটিশন হচ্ছে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক রচনা প্রতিযোগিতা। ১৮৮৩ সাল থেকে রয়্যাল কমনওয়েলথ সোসাইটি দ্বারা প্রতিযোগিতাটি পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, এআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ একজন সামাজিক উদ্যোক্তা ও যুব সংগঠক। তিনি তার কর্মগুণে বেশ দ্রুত পরিচিত হয়ে উঠেছেন। নেতৃত্ব দিচ্ছেন কমনওয়েলথ স্টুডেন্ট’স এসোসিয়েশন, গ্লোবাল স্টুডেন্ট’স ফোরাম, আর্থ এডভোকেসি ইয়ুথ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের। বর্তমানে তিনি গ্লোবাল স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা পর্ষদের সদস্য, পরিবেশগত সংগঠন আর্থ অ্যাডভোকেসি ইয়ুথ’র বোর্ড মেম্বার, আন্তর্জাতিক সংস্থা ইন্টার-এজেন্সি ওয়ার্কিং গ্রুপের বোর্ড মেম্বার, ইউনাইটেড ন্যাশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)’র শিশু ও যুব বিষয়ক অফিসিয়াল কন্সটিটিউসি ‘ইয়োনগো’র বিভিন্ন ওয়ার্কিং কমিটিতে দায়িত্ব পালন করছেন। দেশের পত্রিকাগুলোতে বিভিন্ন সমসাময়িক প্রেক্ষাপট, রাজনীতি, দুর্ভোগ ইত্যাদি নিয়ে নিয়মিত কলাম লেখেন তিনি।