কাউসার হাবীব-

রাষ্টনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাটোরে আওয়ামী যুবলীগ এর শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে নাটোরের আলাইপুরে এই শান্তি সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ নাটোর জেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী (এহিয়া)। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সহ-সভাপতি সিরাজুল ইসলাম পিপি, সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরি জলি, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য আতিকুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন বিএনপি জামায়াত দেশে আর কোন অরাজকতা সৃষ্টি করতে পারবে না। বেশ কিছু দিন থেকে বিএনপি জামায়াত দেশ কে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে। তারই প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ নাটোরে শান্তি সমাবেশ করছে। তারা যেন দেশে কোন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য প্রতিটি জেলাতে এই শান্তি সমাবেশ করা হচ্ছে। দেশের মাটিতে আর কোন বিএনপি জামায়াত কে ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে আগামী সাংসদ নির্বাচনে সবাই এক হয়ে নৌকাকে জয়ী করতে হবে বক্তারা বক্তব্য রাখেন।