স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে কৃষকের ধান কেটে দিয়েছে যুবলীগের অর্ধশত কর্মী।
শনিবার (২৯এপ্রিল) সদর উপজেলার বড় হড়িশপুর ইউনিয়নের ভেদ্রার বিলে কৃষক আব্দুল জব্বারের ৪ বিঘা জমির ধান কেটে দেন তারা।
কর্মসূচিতে নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের নেতৃত্বে অন্যান্যর মধ্যে অংশগ্রহণ করেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মন্টু, সহ-সম্পাদক মিঠুন, যুবলীগ কর্মী মল্লিক মামুন, রানা আহমেদ সহ আরো অনেকে।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতা কর্মীরা জানান, এ মৌসুমে ধান কাটার শ্রমিক সংকটের কারণে এই কৃষক তার পাকা ধান কাটতে পারছিলেন না। তাই আমরা কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা মেনে এই কৃষকের ধান কেটে দিয়ে তার পাশে দাঁড়িয়েছি।
কৃষক আব্দুল জব্বার বলেন, আমার জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। বিনামূল্যে যুবলীগের নেতাকর্মীরা আজ আমার জমির ধান কেটে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
চলতি বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নেতাকর্মীসহ তরুণ প্রজন্ম ও যুবসমাজের প্রতি আহ্বান জানায় কেন্দ্রীয় যুবলীগ। সংগঠনটির আহ্বানে সাড়া দিয়ে আজ নাটোরের যুবলীগ নেতাকর্মীরা দরিদ্র কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি শুরু করেন।