প্রান্তজন রিপোর্ট: কৃষিক্ষেত্রে সহায়তা এবং অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড ২০২২ এর দুর্যোগ মোকাবেলায় সেরা কমিউনিটি ক্যাটাগরিতে কমিউনিটি পুরস্কার লাভ করেছেন নাটোরের মো: আজাদুর রহমান।
নাটোর জেলার নলডাংগা থানার কাজিপুর দিয়ার সংশ্লিষ্ট কমিউনিটির প্রায় ৭০ বিঘা জলাবদ্ধ এক ফসলী জমিকে তিন ফসলী জমিতে রূপান্তর করার কাজের স্বীকৃতি স্বরূপ কমিউনিটি পুরস্কার পেয়েছেন তিনি। গত ০৫/০৩/২০২২ খ্রি: তারিখে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওএ অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি। এছাড়া অনুষ্ঠানে কৃষি ব্যক্তিত্ব শায়েখ সিরাজসহ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মো: আজাদুর রহমান হিসাব মহানিয়ন্ত্রক বাংলাদেশ এর আওতাধীন ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস, রাজশাহী কার্যালয়ে কর্মরত অডিট এন্ড একাউন্টস অফিসার। গত ২০২১ সালের দৈনিক প্রান্তজন আয়োজিত পথ বইমেলায় তার “সহজ কথায় শুরু” নামক ছোট ছোট কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।