প্রান্তজন রিপোর্ট: নাটোরে নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক উত্তরবঙ্গ বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক এড. হানিফ আলী শেখ এর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল, ২০২৩, ১১ রমজান) পবিত্র কোরআন খতম, কবর জিয়ারত, দোয়া এবং উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
প্রয়াত জননেতা এড. হানিফ আলী শেখ এর ছোট ভাই নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মালেক শেখ জানান, জননেতা এড. হানিফ আলী শেখ এর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে তাঁর হাতে গড়া প্রতিষ্ঠান দৈনিক উত্তরবঙ্গ বার্তা কার্যালয়ে পবিত্র কোরআন শরীফ খতম পড়ানো হয়। বাদ জোহর ছাতনীতে তাঁর পরিবার ও রাজনৈতিক সংগঠনের সহকর্মীসহ এলাকাবাসী কবর জিয়ারত করেন। বিকেলে সরকারী শিশু পরিবারের এতিম শিশুসহ নাটোরের স্টেশন বাজার, স্টেশন প্ল্যাটফর্ম ও ছায়াবানী মোড় এলাকার অসহায় দুঃস্থ ও রোজাদার ভ্রমণকারী এবং পথচারীদের মাঝে ইফতারের জন্য উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক প্রান্তজন এর সম্পাদক সাজেদুর রহমান সেলিম, বাংলাদেশ টেলিভিশনের নাটোর প্রতিনিধি জালাল উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোট-নাটোর এর সাধারণ সম্পাদক ও দৈনিক উত্তরপথ এর নির্বাহী সম্পাদক সৈয়দ মাসুম রেজাসহ অন্যান্য গুণীজন।
ইফতারের পর নাটোরের বিভিন্ন মসজিদে প্রয়াত এড. হানিফ আলী শেখ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য জননেতা এড. হানিফ আলী শেখ ২০১১ খ্রিস্টাব্দের ১২ আগস্ট, ১১ রমজান মৃত্যুবরণ করেন।



