- গোলাম রাব্বানী, স্টাফ রিপোর্টার
নাটোর সদর উপজেলার চন্দ্রকলা বাজার সংলগ্ন মজনু মাস্টারের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
মার্কেট মালিক মিজানুর রহমান মজনু বলেন, বাজার মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম আমরা। মোনাজাত শেষ না হতেই মার্কেটে আগুন ধরার খবর পাই। তাড়াহুড়ো করে মার্কেটের কাছে এসে দেখি দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়েছে। পরে মুসল্লি ও স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে চারটি দোকানে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার পরিমাণ ১০ থেকে ১২ লক্ষ টাকা।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো মোঃ আশরাফুল ইসলামের কম্পিউটার ও কসমেটিকস, মহিদুল ইসলাম বাবুর কীটনাশক, মোঃ আকাব আলীর ইলেকট্রিক সার্ভিসিং ও মিজানুর রহমান মজনু’র ফার্মেসির দোকান। যার মধ্যে প্রথম দুটি দোকানের মালামাল পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।
রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর আলী প্রধান । তিনি ক্ষতিগ্রস্তদের সমবেদনা ও ব্যক্তিগতভাবে নগদ অর্থ প্রদান করেন।