স্টাফ রিপোর্টার

 

নাটোর জেলা স্কাউটস’র আয়োজনে অনুষ্ঠিত ৫দিন ব্যাপী সপ্তম জেলা স্কাউট সমাবেশ শেষ হয়েছে।

সোমবার (২৭ফেব্রুয়ারি) রাতে ক্যাম্প ভ্যানু পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠে মহাতাবু জালসা ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবারের স্কাউট সমাবেশ।

 

সমাপনী অনুষ্ঠানে স্কাউটদের বিশেষ কায়দায় ক্যাম্প ফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বপরিবারে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস এর সভাপতি ও জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাদিম সারোয়ার। এছাড়াও জেলা স্কাউটস এর সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক কাহারুল ইসলাম জয়, জেলা রোভারের সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ আকরামুজ্জামান সহ জেলা স্কাউটস, কাব, রোভারের নেতৃবৃন্দ, ক্যাম্পে অংশগ্রহণকারী প্রতিটি ইউনিটের সদস্য, স্বেচ্ছাসেবক রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এর আগে ২৩ ফেব্রুয়ারি তারিখে নাটোর জেলা স্কাউট সমাবেশ শুরু হলে পর্যায়ক্রমে স্থানীয় সংসদ সদস্য, রাজশাহী বিভাগীয় কমিশনার, আঞ্চলিক স্কাউট নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ক্যাম্প পরিদর্শন করেন।

 

এবারের নাটোর জেলা স্কাউট সমাবেশে জেলার ৫৮ টি ইউনিট, ৩৫জন কর্মকর্তা ও ২৫ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।