• গোলাম রাব্বানী

নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন’র আয়োজনে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হয়েছে পথ বই মেলা। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের স্মরণে এই মেলার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে (২১ ফেব্রুয়ারি) শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বই মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। মেলায় নাটোরসহ পার্শ্ববর্তী জেলা থেকে আগত অর্ধশতাধিক লেখকের উপস্থিতি ও পাঠকদের বিপুল আগমনে পথ বইমেলা লেখক ও পাঠকের মিলন মেলায় পরিণত হয়।

পথ বইমেলায় আসা পাঠকরা জানান, সরকারি বা প্রশাসনের আয়োজনের বাহিরে ব্যতিক্রমী এমন বই মেলায় আসতে পেরে তারা আনন্দিত । এখানে এসে নতুন নতুন বই ও লেখকদের সাথে পরিচিত হচ্ছেন পাঠকরা। ব্যতিক্রমী এই আয়োজনটি একদিনের হওয়ায় অনেকেই আসতে পারেন না। তাই সামনের বছরে মেলার সময় বৃদ্ধি করনের আহবান জানান আগত পাঠকরা।

দৈনিক প্রান্তজন সম্পাদক কবি মোঃ সাজেদুর রহমান সেলিমের সঞ্চালনায় পথ বইমেলায় আগত বিভিন্ন পেশাজীবী ব্যক্তি এবং লেখকবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া দিনব্যাপী পর্যায়ক্রমে আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান, জজকোর্টের পিপি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ। এসময় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক জাকির তালুকদারের উপস্থিতি মেলায় ভিন্ন আকর্ষণ যোগ হয়।

এবারের মেলায় কবি মোহাম্মদ সেলিমের লেখা নীল প্রজাপতি আমার বন্ধু ছিল ও কবি আসাদজামানের লেখা অনেক কথার উড়ো চিঠি বই দুটির মোড়ক উন্মোচন করা হয়।