স্টাফ রিপোর্টার

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নাটোরের তেবাড়িয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের একডালা এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শান্তি সমাবেশ এর ব্যানারে ঢাকা- রাজশাহী মহাসড়কে মিছিল বের করে। এতে উপস্থিত ছিলেন, তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওমর আলী প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন, জেলা সৈনিক লীগের সভাপতি আমিরুল ইসলাম জনি, সম্পাদক ইউসুফ আলী শেখ, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাবুদ্দিন, যুবলীগ নেতা মিজানুর রহমান মিঠু সহ আ.লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সৈনিক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওমর আলী প্রধান বলেন, “বিএনপি’র সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় থাকবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ গনতন্ত্রে বিশ্বাসী। তারা তাদের মতো  কর্মসূচি পালন করছে, আমরা আমাদের মতো সরকারের উন্নয়ন ও প্রধানমন্ত্রীর শান্তির বাণী জনগণের মাঝে পৌঁছে দিচ্ছি।”