গোলাম রাব্বানী, স্টাফ রিপোর্টার
নাটোর সদর উপজেলার ছাতনী দিয়ার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ হোসেন এর বিরুদ্ধে নানা বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে গত বছরের অক্টোবরে।
সেসময় জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কে তদন্ত করার নির্দেশ দেন। পরবর্তীতে তদন্তের রিপোর্ট মন্ত্রণালয়ে পাঠানো হলে পুনরায় জেলা শিক্ষা অফিসারকে এবিষয়টি নিয়ে তদন্ত করার নির্দেশ প্রদান করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে (১২ই জানুয়ারি) বিদ্যালয়টিতে সশরীরে তদন্তে আসেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আখতার হোসেন।
এসময় তিনি বিদ্যালয়ের বর্তমান শিক্ষক, কর্মচারী, ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে তদন্ত সম্পর্কিত খসড়া আলাপ করেন।
পরে সাংবাদিকদের এই বিষয়ে ব্রিফ করেন এই কর্মকর্তা। তিনি জানান, বিদ্যালয়ের প্রয়োজনীয় নথিপত্র দেখা হচ্ছে। আজ বিদ্যালয়টির সকল শিক্ষক, কর্মচারী ম্যানেজিং কমিটি, অভিভাবক ও স্থানীয়দের লিখিত বক্তব্য গ্রহণ করা হয়েছে সেগুলো পর্যালোচনা করে দ্রুতই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর তদন্ত রিপোর্ট পাঠানো হবে।
পরবর্তীতে অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
অভিযুক্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সম্প্রতি বহিষ্কার করেছেন। সে বিষয়ে আপনার মন্তব্য কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ম্যানেজিং কমিটির বহিষ্কারের বিষয়টি আমরা অবগত রয়েছি। এটা বিধি সম্মত কিনা সেটাও দেখা হচ্ছে।”
চলতি মাসের ৮ তারিখে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠান পরিচালনায় স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগে বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেছিলেন। এদিনও তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিল এবং অভিভাবক ও স্থানীয়দের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।