স্টাফ রিপোর্টার
নাটোর সদর উপজেলার অন্তর্গত চন্দ্রকলা ব্রাক শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক ফোরাম, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয়টির ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলার মাধ্যমে শুরু হয় প্রথম পর্ব। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেবাড়িয়া ইউপি চেয়ারম্যান ওমর আলী প্রধান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুজ্জামান, ব্রাক শিক্ষা কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক সুরেশ চন্দ্র রায়, বিদ্যালয়ের সভাপতি আশরাফুল ইসলাম ।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।