স্টাফ রিপোর্টার 

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নবাগত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান কে শুভেচ্ছা জানিয়ে নাটোরে মিছিল করেছে জেলা ছাত্রলীগ।

শুক্রবার বিকেলে শহরের কানাইখালী মাঠের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ মিছিল। পরে নাটোর প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আয়োজনটি শেষ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী শেখ, ছাত্রলীগ নেতা রিফাত আল-আমিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রোকনুজ্জামান , রিদয় সরকার সেতু, রাহুল রহমান হীরা।
এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীরা এই কর্মসূচিতে যোগ দেন।

নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আরো গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন মিছিলে যোগ দেওয়া নেতাকর্মীরা।