• স্টাফ রিপোর্টার 

মহান বিজয় দিবস উপলক্ষে পুঠিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ঝলমলিয়া বাজারে আলোর মিছিল সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক নাটোর ইউনিট এর সহযোগীতায় এই মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করা হয়। যা বিকেল তিনটা পর্যন্ত চলে।

এসময় আলোর মিছিল সেবা ফাউন্ডেশন এর সভাপতি মোঃ নাজমুল হোসেন সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাকিবুল ইসলাম, উপদেষ্টা মোঃ শরিফুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ ফারুক হোসেন সহ কর্মসূচি সংশ্লিষ্ট আরো অনেকে।

সারাদিনের এই ক্যাম্পেইনে ২০০ জন এর রক্তের গ্রুপ নির্নয় ও ৭১জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।