স্টাফ রিপোর্টার 

নাটোর সদর উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রকলা এস আই উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে স্কুলের সাবেক শিক্ষার্থীদের তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুবর্ণ জয়ন্তী উৎসব।

 

সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ্যে সোমবার সকালে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন ও উদযাপন সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির নাম প্রকাশ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী প্রধান, অত্র বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব জামাল মন্ডল, প্রধান শিক্ষক আনিসুর রহমান, স্কুলের সাবেক সদস্য দুলাল হোসেন, সিঃ শিক্ষক নাজিম উদ্দিন সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, উদযাপন সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করে ইউ’পি চেয়ারম্যান ওমর আলী প্রধান বলেন, “সামনের বছর চন্দ্রকলা এস আই উচ্চ বিদ্যালয় তার গৌরবের ৫০ বছর পূর্ন করবে। আর এ উপলক্ষে প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের কে নিয়ে এই মিলনমেলার আয়োজন সত্যিই প্রশংসনীয়।”

সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে সকল ভেদাভেদ ভুলে এলাকার সম্মানিত জন দের এক কাতারে আসার আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।

আগামী বছর এর ১৪ই জানুয়ারি এই অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। অনলাইন ও অফলাইনে যার রেজিস্ট্রেশন চলবে চলতি বছরের ২০ ডিসেম্বর পর্যন্ত।