• স্টাফ রিপোর্টার 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের উর্ধ্বগতি সহ তাদের ভাষায় দেশের বিভিন্ন জায়গায় দলীয় নেতাকর্মীদের উপর হামলা মামলার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে (৩১ অক্টোবর) পূর্ব নির্ধারিত স্থান নাটোর উপ-শহর মাঠে সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজন করে এই সমাবেশের।

যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরো বক্তব্যে সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ” এই সরকারের আমলে ১০-১১ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হলো এই দায় কি সরকারের নয়? আর তার কারনেই দেশের সাধারণ মানুষ সঞ্চয়ের টাকা ভেঙ্গে তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করছে।”

এর আগে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী, জেলা বিএনপির অন্যতম সদস্য সাবিনা ইয়াসমিন ছবি নাটোর জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতার নাম উল্লেখ করে তাদের সমালোচনা করেন।
সমাবেশ পূর্ব নির্ধারিত হওয়ায় সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা, পৌর এলাকা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেয়।

তবে সকালের দিকে শহরের বিভিন্ন জায়গায় সরকার দলীয় সমর্থকদের দ্বারা বিএনপি’র নেতাকর্মীদের মারপিটের অভিযোগ পাওয়া যায়। প্রায় ১০০ নেতা কর্মীকে আহত করা হয়েছে বলে দাবি করেন জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি।