• গোলাম রাব্বানী

নাটোরে সারা বাংলাদেশের এস এস সি ১৯৯৩ ব্যাচের এক বৃহৎ বন্ধুত্বের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বন্ধুত্বের টানে বন্ধুর পানে এই স্লোগানকে সামনে রেখে আমরা’৯৩ সংগঠনটি এই অনুষ্ঠানটির আয়োজন করে।

শুক্রবার সকালে আমরা’৯৩ এর ব্যানারে নাটোরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত অংশগ্রহণকারী’রা নাটোর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে এই মিলনমেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে নাটোর রাজবাড়ীর মুক্তমঞ্চ চত্বরে স্মৃতিচারণ মূলক আলোচনা, ক্রীড়া প্রতিযোগিতা, লটারি ও সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এই মিলনমেলার অংশগ্রহণকারী দের মাঝে আনন্দের মাত্রা বাড়িয়ে দেয় বহুগুণ।

অংশগ্রহণকারী দের মধ্যে একজন আবু হেনা মোস্তফা কামাল। তিনি বলেন” দীর্ঘ ২৮ বছর পর স্কুলের সহপাঠীদের সঙ্গে দেখা এর চেয়ে খুশির আর কি হতে পারে। এখানে এসে মনে হলো সেই স্কুল জীবনে আবার ফিরে এসেছি।” তিনি আরও বলেন, এই মিলনমেলার মাধ্যমে পুরোনো বন্ধুদের সাথে শুধু দেখাই হচ্ছে এমনটা নয়। পারিবারিক এবং সামাজিক মিলবন্ধনও তৈরি হচ্ছে।

আয়োজকদের একজনের কাছে আমাদের প্রশ্ন ছিল, এতো বড় একটি অনুষ্ঠান যেখানে দেশের সব জেলা থেকে মানুষ এসেছে। সবাইকে একত্রিত করলেন কিভাবে?
তিনি জানান, “এখন সোশ্যাল মিডিয়ার যুগ। দেশে ও প্রবাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা এস এস সি’৯৩ ব্যাচের বন্ধুরা ফেইসবুকে গ্রুপ ও পেইজের মাধ্যমে এক প্লাটফর্মে এসেছে। সুতরাং এরচেয়ে বড় অনুষ্ঠান করাও আশ্চর্যজনক কিছু হবে না।”

সারাদেশ থেকে আসা প্রায় এক হাজার অংশগ্রহণকারী এই মিলনমেলায় যোগ দেন। যার উল্লেখযোগ্য সংখ্যক ছিল বগুড়া, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার।