প্রান্তজন রিপোর্ট: নাটোরে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসরকারিভাবে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এডভোকেট সাজেদুর রহমান খান। তিনি চশমা প্রতীকে ৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
সোমবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নাটোর জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে বিজয়ী প্রার্থীর একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে জাতীয় পাটির প্রার্থী ড. নুরুননবী মৃধা ঘোড়া প্রতীক নিয়ে ২৪৭টি ভোট পেয়েছেন। নির্বাচনে ৮০৬ জন ভোটারের মধ্যে ৭৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ফলাফলে সাধারণ সদস্য হিসেবে বেসরকারিভাবে নাটোর-১ নম্বর ওয়ার্ডে (সিংড়া) মো. সরফরাজ নেওয়াজ হাতি মার্কায় ১০০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমএম আবুল কালাম উটপাখি মার্কায় পেয়েছেন ৬৮ ভোট। নাটোর-২ নম্বর ওয়ার্ডে (গুরুদাসপুর) মেহেদী হাসান ও নাসিরুজ্জামান উভয়ে ৩৩ ভোট করে পাওয়ায় লটারী করে মেহেদী হাসানকে বিজয়ী করা হয়েছে।
নাটোর-৩ নম্বর ওয়ার্ড (বড়াইগ্রাম) শাহ আলম মাস্টার তালা মার্কায় ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোঃ ইয়াছিন আলী সরকার হাতি মার্কায় ৩৭ ভোট পেয়েছেন। নাটোর-৪ নম্বর ওয়ার্ড (লালপুর) মো. মতিউর রহমান হাতি মার্কায় ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তহিদুল ইসলাম টিউবওয়েল মার্কায় ৪৪ ভোট পেয়েছেন। নাটোর-৫ নম্বর ওয়ার্ড (বাগাতিপাড়া) রেজাউল করিম রেজা হাতি মার্কায় ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলাল উদ্দিন আহমেদ ঘুড়ি মার্কায় ২১ ভোট পেয়েছেন। নাটোর-৬ নম্বর ওয়ার্ডে (নলডাঙ্গা) মো. সোহরাব হোসেন সোহাগ হাতি মার্কায় ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা টিউবওয়েল মার্কায় ২৫ ভোট পেয়েছেন ও নাটোর-৭ নম্বর ওয়ার্ডে (সদর) আলী আকবর বৈদ্যুতিক পাখা মার্কায় ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম হাতি মার্কায় ৩২ ভোট পেয়েছেন। সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদের মধ্যে নাটোর-১ নম্বর ওয়ার্ডে হুমায়রা জাহান ফুটবল মার্কায় ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজা খাতুন টেবিল ঘড়ি মার্কায় ১৩৩ ভোট পেয়েছেন। এবং নাটোর-২ নম্বর ওয়ার্ডে মোছা. লাভলী ইয়াসমিন ফুটবল মার্কায় ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিউটি আহমেদ হরিণ মার্কায় ৮৮ ভোট পেয়েছেন।
উল্লেখ্য নাটোরে জেলা পরিষদ নির্বাচনে ১ নং (সিংড়া) ওয়ার্ডে মোঃ আব্দুল মান্নান তালুকদার এবং নাটোর-৭ নম্বর ওয়ার্ডে নাটোর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম পারভেজ ০ (শূন্য) ভোট পেয়েছেন।






