প্রান্তজন ডেস্ক: পারটেক্স এগ্রো লি., চৌগাছী পীরগঞ্জ, নাটোর, এর সাবেক প্রধান উৎপাদন এবং প্রক্রিয়াজাত করণ কর্মকর্তা মো: রেজাউল ইসলামকে (৫০) গত (০৬-০১০-২০২২) বৃহস্পতিবার রাত ৯.৩০ মিনিটে রংপুরের সিও বাজার এলাকা থেকে আটক করেছে পুলিশ ।
বিভিন্ন সূত্রে জানা যায় আটক রেজাউল ইসলাম ফ্যাক্টরীর প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালীন সময়ে ২০১৭-২০২২ সালের মধ্যে কোম্পানীর কপিরাইটকৃত প্যারেন্ট (মাদার) বীজ বিভিন্ন মাধ্যমে কোম্পানীর সাথে বিশ্বাস ভঙ্গ করে, তার প্রতি থাকা দায়িত্ব ও ক্ষমতার অপব্যবহার এবং কোম্পানীর কর্তৃপক্ষের নিকট সঠিক তথ্য গোপন করে বিদেশ থেকে উচ্চ মূল্যে আমদানীকৃত প্যারেন্ট বীজ প্রতারণার ও চুরি করে বিপুল পরিমান অর্থ কোম্পানী হইতে আত্মসাত করেন।
মো: রেজাউল ইসলাম তার দায়িত্বে থাকাকালীন সময়ে বিভিন্ন প্রকার অনৈতিক ও কর্মচারীর প্রতি খারাপ আচারণের জন্য বিগত ২০/০৩/২০২২ ইং তারিখে কোম্পানী কর্তৃপক্ষ তাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেন। বিগত ১৫/০৫/২০২২ ইং তারিখে অফিসিয়াল অর্থ সংক্রান্ত বাৎসরিক অডিট শুরু হলে আত্মসাতকৃত অর্থের বিষয় ধরা পড়ে এবং কোম্পানীর কাউকে কিছু না জানিয়ে কোম্পানী অফিসের এ্যকাউন্স বিভাগের গুরুত্ব কাগজপত্র, ভাউচার এবং বিগত ৫ বছরের লেজার বুক চুরি করিয়া নিয়া যায় এতে কোম্পানীর আনুমানিক ৩০,০১,০০০/- (ত্রিশ লক্ষ এক হাজার) টাকার অধিক আর্থিক ক্ষতির সম্মুখিন হয়। উল্লেখ্য যে, তদন্ত কমিটি তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রদান করেন। পারটেক্স এগ্রো লি. এর পক্ষ থেকে নাটোর সদর থানায় লিখিত অভিযোগ করলে আসামীকে রংপুর সিও বাজার এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পারটেক্স স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিষদ থেকে জানানো হয় যে, এ ধরনের কাজে কোন কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।