নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় পূজা মন্ডপে দায়িত্ব পালন কালে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। আনসার সদস্য আলাউদ্দিন (৫৯) নাটোরের নলডাঙ্গার ভট্রপাড়া গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে। জেলা আনসার কমান্ডেন্ট শফিকুল আলম জানিয়েছেন, আজ ভোর রাত সাড়ে ৩টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার আঁচরাখালী আনন্দময়ী কালী মন্দিরে স্থাপিত দূর্গা মন্ডপে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য আলাউদ্দিন (৫৯)। হঠাৎ তিনি বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিীন অবস্থায় আজ বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়। এঘটনায় পরিবারটিতে চলছে শোকের মাতম।