8.9 C
New York
Tuesday, November 18, 2025
No menu items!
Homeশীর্ষ সংবাদলালপুরে নতুন ভবনে সোনালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

লালপুরে নতুন ভবনে সোনালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে নতুন ভবনে সোনালী ব্যাংক লিমিটেড শাখার ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (২ অক্টোবর) উপজেলার গোপালপুর বাজারে নিকেতন ভবনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এশাখার কার্যক্রম চালু করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শহিদুল ইসলাম বকুল বলেন, সোনালী ব্যাংকের এই নতুন ভবনে নতুন করে যাত্রা শুরু হলো। এর মাধ্যমে এ অঞ্চলের বৃহত্তর জনসংখ্যা নতুন আঙ্গিকে সর্বোচ্চ সেবা পাবে বলে প্রত্যাশা রাখি।এসময় সুষম সেবা আদান-প্রদানের মাধ্যমে ব্যাংক স্টাফ এবং গ্রাহকদের আত্মিক বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের নাটোর প্রিন্সিপাল অফিসের ডিজিএম ফরিদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, শাখা ব্যবস্থাপক উজ্জ্বল কুমার, আবুল হাশেম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিন প্রমুখ।

- Advertisment -

Most Popular

Recent Comments