গুরুদাসপুর প্রতিনিধি: ‘‘মুজিব দি গ্রেট’’ গ্রন্থের লেখক চলনবিলের কৃতি সন্তান বৃটেন প্রবাসী সাংবাদিক ও কবি ড. জয়নাল আবেদীন (রোজ) কে সংবর্ধনা দিয়েছেন গুরুদাসপুরের ব্যবসায়িরা । ড. রোজ চলনবিল অধ্যুষিত তাড়াশের ধামাইচ গ্রামের মৃত আলহাজ¦ সিরাজুল হকের ছোট ছেলে। শিক্ষা, চিকিৎসাসহ দরিদ্র শ্রেণীর মানুষকে বিভিন্নভাবে আর্থিক সহায়তা করায় এলাকায় ইতিমধ্যে তিনি প্রশংসিত হয়েছেন।
শনিবার (১অক্টোবর) রাত ৮টায় উপজেলার মশিন্দা এলাকায় বাবু সরকারের বাসভবনে ড. রোজকে ওই সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা গুড়া মিল মালিক সমিতির সভাপতি মোঃ বাবু সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁচকৈড় ফার্নিচার সমিতির নেতা মোঃ জহির শাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান আলী, মো. সেলিম শাহ, আব্দুল মালেক ভুলু, সুরুজ মোল্লা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত প্রধান অতিথি ড. রোজকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উদিচি শিল্পী গোষ্ঠী লন্ডন শাখার সদস্য সংবর্ধিত ড. রোজ তার বক্তব্যে বলেন, পরিশ্রমের ফল বৃথা যায়না। ভালো কাজে পরিশ্রম করলে অবশ্যই সৌভাগ্য আসে। তাকে মূল্যবান সময় ব্যয় করে সংবর্ধনা দেওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।