স্টাফ রিপোর্টার
রাজশাহীর পুঠিয়ায় ২০২২-২৩ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানটি প্রশিক্ষণ ভেন্যু পুঠিয়া উপজেলা কৃষক সম্মেলন কক্ষে আয়োজিত হয়।
যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মো: মোজদার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি অফিসার শামসুন্নাহার ভূঁইয়া সহ কৃষি সম্প্রসারণ অফিসার আসফিয়া শারমিন।
২৮সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রশিক্ষণ টি গতকাল ২৯সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। যেখানে ১৫টি পরিবারের ৩০ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। পরে তাদের মাঝে বিভিন্ন সবজি বীজ এবং ফলের চারা বিতরণ করা হয়।