স্টাফ রিপোর্টার
রাজশাহীর পুঠিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য জিএম হিরা বাচ্চু’র উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার রাতে (২৮ সেপ্টেম্বর) পুঠিয়া উপজেলা পরিষদের হলরুমে প্রধানমন্ত্রী’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও পরবর্তীতে কেক কাটার মাধ্যমে এ দিনটি পালন করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চুর সাথে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম এহিয়া, সাবেক ছাত্রনেতা ইব্রাহিম সরকার, পুঠিয়া পৌরসভার প্যানেল মেয়র কামাল হোসেন, কমিশনার জয়নাল আবেদীন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি জয় সরকার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।