বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ২০২২-২৩ মৃত্যু মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার আওতায় পেয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নির্বাচিত ১০০ জন কৃষককে ওই প্রনোদনা বিতরণ করা হয়। প্রনোদনী হিবেসে প্রতি কৃষক পেয়েছেন ১ কেজি পেয়াজ বীজ, ২০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার, বালাইনাশক, পলিথিন, দড়ি এবং বিকাশের মাধ্যমে দুই হাজার ৮০০ টাকা।
ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা। অতিথিদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহদী হাসান প্রমূখ।






