নলডাঙ্গা প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাৎসব উপলক্ষ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৫৮টি পূজা মন্ডপে জিআরের চাল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব জিআর চালের ডিও প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকদেও হাতে তুলে দেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রোজিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত আকবর আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়াম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস শুকুর, পৌর আওয়ামীলীগ সভাপতি কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াস, সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর ও সাংবাদিকগণ।
নলডাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়াম জানান, প্রতিটি পূজা মন্ডপে সরকার নিধারিত ৫০০ কেজি করে মোট ২৯ মেট্রিকটন জিআর চাল বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত এসব চাল বিক্রি করে হিন্দু সম্প্রদায়ের লোকজন দুর্গাৎসবে ব্যয় করবেন।






