বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। গোপালপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ, চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভীন, বড়াইগ্রাম পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক ফজের, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক, চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামুসজ্জামান গোলাম, আওয়ামীলীগ নেতা জাকির সরকার ও ফেরদৌস উল আলম বক্তব্য রাখেন।