স্টাফ রিপোর্টার

নাটোর সদর উপজেলার অন্তর্গত ০২নং তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী প্রধান এর উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আ.লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় (২৮ সেপ্টেম্বর) তেবাড়িয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে কেক কাটার মাধ্যমে এ দিনটি পালন করা হয়।

এসময় ইউ’পি চেয়ারম্যান ওমর আলী প্রধান ছাড়াও স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেক কাটার পরে ওমর আলী প্রধান, প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছেন। দেশের ক্রান্তিলগ্নে শেখ হাসিনা-ই গণতন্ত্রের পক্ষে আপোষহীন ভাবে লড়াই করেছেন।”
পরিশেষে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।