লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে মীনা দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, গল্প বলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মিনা দিবস অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী, রফিকুল ইসলাম খাঁন, জহুরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।