বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ভোরবেলা হাঁটতে বের হয়ে আমিরন খাতুন (৪৫) নামে এক গৃহবধু অজ্ঞাত গাড়ি চাপায় নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার আহমেদপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আমিরন খাতুন আহমেদপুর গ্রামের জিন্নাত আলীর স্ত্রী এবং মৃত মানিক উদ্দিনের মেয়ে। জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ জানান, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে আমিরন খাতুন প্রাতঃভ্রমণে বের হন। আহমেদপুর বেসরকারী রাহেলা মেমোরিয়াল হাসপাতালের পাশে মহাসড়কের উপর আসা মাত্রই অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।