প্রান্তজন রিপোর্ট: নাটোর জেলা গার্ল গাইডস এসোসিয়েশনের আয়োজনে দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়েছে। অতি সম্প্রতি নাটোর জেলার ৩ টি উপজেলায় ২ হাজার ৪৯ জন গাইড ছাত্রীদের এই দীক্ষা প্রদান করা হয়। নাটোর সদরে ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৭৬৩ জন গাইড ছাত্রীকে দীক্ষা প্রদান করা হয়। অন্যদিকে নাটোর জেলার সিংড়া উপজেলার গার্ল গাইডস এর স্থানীয় কমিশনার নিলুফা ইয়াসমিন স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ৯০১ জন গাইড ছাত্রীকে দীক্ষা প্রদান করেন এবং বাগাতিপাড়া উপজেলার গার্ল গাইডস এর স্থানীয় কমিশনার দিল আফরোজ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ৩৮৫ জন গাইড ছাত্রীকে দীক্ষাদানের ব্যবস্থা করেন।
অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক ও জেলা গার্ল গাইড এর উপদেষ্টা মোঃ শামীম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা গার্ল গাইডস এসোসিয়েশন এর ভারপ্রাপ্ত কমিশনার কামরুন নাহার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আখতার হোসেন, নাটোর সদরের স্থানীয় কমিশনার হাসনা বানু, তাপসী ভট্টাচার্য, তানজিনা বিনতে হান্নানসহ গার্ল গাইডসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।