লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এবারে উপজেলায় ৪২টি পূজা মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর উপজেলা শাখার সদস্য সচিব শ্রী দ্বিপেন্দ্রনাথ, লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান, পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর এরিয়া অফিসের ডি.জি.এম রেজাউল করিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জুয়েল রানা প্রমুখ।