স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত নয় লক্ষ ৭০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
নাটোরের ২০ জন অসহায় ব্যক্তির পক্ষ মাঝে এ চেক বিতরণ করা হয়।
আজ শনিবার বেলা ১১টায় নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল নিজ কার্যালয়ে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী,মাসুদুর রহমান মাসুদ,আকরামুল ইসলাম, রিয়াজুল ইসলাম মাসুম প্রমুখ।
অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মানবিক রাস্ট্র হিসেবে গড়ে তুলতে চান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন পূরণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা পৌঁছে যেতে চাই উন্নত বাংলাদেশের অভীস্ট লক্ষ্যে।