সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ (৭৮) সোমবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে ২ মেয়ে রেখে গেছেন। বাদ এশা নাটোর শহরের দক্ষিণ পটুয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে গাড়ীখানা কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হবে।
তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সিংড়া উপজেলা প্রেসক্লাব, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।






