স্টাফ রিপোর্টার
নাটোরে রাতের আঁধারে শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর চকপাড়া গ্রামের কৃষক শফিকুর রহমান। পেশায় শিক্ষক হলেও এবছর নিজস্ব দু’বিঘা জমিতে করেন কলার আবাদ। সম্পতি কলার দাম ভালো তাই জমির আবাদ নিয়ে বেশ আগ্রহ ছিল শফিকুরের।
শফিকুর নিয়মিত ই যেতেন জমিতে। অন্য দিনের মতোই গত বুধবার (৭ সেপ্টেম্বর) সকালেও তিনি যান। যেয়ে দেখেন তার কলা বাগানের শতাধিক গাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলেছে কে বা কাহারা। তাৎক্ষণিক তিনি স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের বিষয়টি জানান।
শফিকুর প্রান্তজন রিপোর্টারকে জানান, হিংসার বশবর্তী হয়েই তার বাগানে এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
জানা যায়, বাগানের কলা চুরি সহ এধরণের ঘটনা আশেপাশের বাগান গুলোতে প্রতিনিয়ত ই হয়ে আসছে। এতে করে কলা চাষিদের মাঝে আতংক বিরাজ করছে।
এবিষয়ে নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস এর সাথে আমরা কথা বলেছি। তিনি বলেন,” ঘটনাটি আমরা অবগত হয়েছি। যা অত্যন্ত নেককারজন। যখন দেশের কৃষি সেক্টর সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন কিছু সংখ্যক মানুষের হীনমন্যতার জন্য নতুন নতুন উদ্যোক্তারা ধ্বংস হয়ে যাচ্ছে।”
কৃষি সেক্টর কে নিরাপদ রাখতে এরূপ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এ কর্মকর্তা।
ঘটনায় নলডাঙ্গা থানায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ করেছেন।
আর দোষীদের চিহ্নিত করে উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল সহ নাটোরের কৃষি নেতৃবৃন্দরা।